ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিকুল ইসলাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 17, 2023 - 2:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ সফিকুল ইসলাম। বুধবার (১৭ই মে) তিনি তারাকান্দায় পৌঁছলে তাকে ফুলেল শুভেচছায় স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। পরে তিনি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অগ্রাধিকার প্রকল্প হচ্ছে যথাসময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নকরণ। তারাকান্দা উপজেলা বিগত কয়েক মাস ধরে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ময়মনসিংহ জেলায় প্রথম স্থান লাভ করেছে। কোন ভাবেই যেন এ অর্জনে ধীরগতি না আসে সেজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, মিজাবে রহমত। সভায় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, ইউপি সচিব, গ্রাম পুলিশের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মত বিনিময়ের পূর্বে ডিডিএলজি মোঃ সফিকুল ইসলাম বানিহালা, ঢাকুয়া ও কামারগাও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন কালে সকল কার্যক্রমের সাথে সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশনা দেন।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ সফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করছেন তারই সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গেলে চলবেনা। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। এসময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও সকল প্রকার সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে উপস্থিত সকল কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়ে তারাকান্দা উপজেলার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।