কেরানীগঞ্জে ভূমি সেবা নিয়ে গনশুনানী অনুষ্ঠিত
কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি:স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয় শ্লোগানকে সামনে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ ভূমি অফিসে প্রার্থীদের নিয়ে গনশুনানি অনুষ্ঠিত হয়।
আজ রোববার দুপুরে শুভাঢ্যা কাচারী পাড়া এলাকায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ ভূমি অফিসে এই গনশুনানি অনুষ্ঠিত হয়। এই গনশুনানিতে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা প্রার্থীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, কানুন গো আমিনুল ইসলাম, অফিস সহকারি মুজিবুর রহমান জয়, সার্ভেয়ার আব্দুল মজিদ, শুভাঢ্যা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী ভূমি কর্মকর্তা রনজিৎ প্রমূখ। অনুষ্ঠান শেষে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাঢ্যা ভূমি অফিসে একটি গাছের চারা রোপন করেন।