তানোরে পাঁচন্দর ইউপি’র মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহী তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৮ মে) পাঁচন্দর ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠ চত্বরে উক্ত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসা. বিলকিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন, তানোর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী সোনিয়া সরদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোসা. সানোয়ারা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তানোর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে বিলকিসকে সভাপতি ও সোহাগীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।