সখীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিএনপির শুভেচ্ছা
শরিফুল ইসলাম বাবুল, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সখীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা-পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।আজ সোমবার (২৯মে) রাত ৮ টায় প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফুল দিয়ে এ শুভেচ্ছা জানান।
এসময় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, সখীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি তাইবুর রহমান, সদস্য মো: আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম সানি, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, সদস্য সোহেল রজত, উপজেলা কৃষকদল সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি সরকার সুমন, পৌর যুবদল নেতা আলী আশরাফ ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় তারা সার্বিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।