ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ৪:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশায় মন্দিরভিত্তিক শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 30, 2023 - 2:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায়ের আওতায় প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রে ৩০জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০মে) দুপুর ১২টার দিকে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা সেফালি রাণী এই অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ ধর্মপাশা উপজেলা কমিটির সভাপতি যতিন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও বৈদিক সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক অসীম চন্দ্র শীলের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্যদেন, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, বিশেষ অতিথির বক্তব্যদেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু প্রমুখ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, পূজা উদযাপন পরিষদ ধর্মপাশা উপজেলা কমিটির সদস্য সচিব দেবাশীষ চৌধুরী মিঠু, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হায়দার। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।