অস্ট্রিয়ার ভিয়েনায় ঘরোয়া পরিবেশে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ : অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলা বর্ষবরণ ১৪৩০সম্পন্ন হয়েছে।
নাদিরা শিকদার এর আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু
পরিষদ অস্ট্রিয়ার সভাপতি রবিন মোহাম্মদ আলী।
বক্তব্যের পর সকলে সমবেত কণ্ঠে রবীন্দ্র নাথ ঠাকুরের বৈশাখ বা বাংলা বর্ষবরণের সেই
বিখ্যাত গান “এসো হে বৈশাখ, এসো এসো” গানটি
গাওয়া হয়।
বর্ষবরন অনুষ্টানে সঙ্গীত
পরিবেশন করেন, আহমেদ ফিরোজ, সাইফ, মালিহা রবিন, পলিন, নামীরা, রেনেসা, আসমা ও নাঈমুর রহমান। বর্ষবরণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে তাবি শিকদার।
অনুষ্ঠান শেষে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার
পরিবেশন করা হয়।