ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৫:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সৌদিতে জেদ্দা কনস্যুলেটের প্রশাসনিক কর্মকর্তার বিদায় অনুষ্ঠান আবেগ আপ্রুত অনেক সহকর্মী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 30, 2023 - 2:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার

খলিল চৌধুরী,সৌদি আরব প্রতিনিধি-বৈশ্বিক করোনা মহামারি সময় জেদ্দা কনসুলেটের প্রসানিক কর্মকতা সিরাজুল ইসলাম জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসী বাংলাদেশি যারা অসহায় অবস্থায় ছিলেন তাদের দ্বারে দ্বারে গিয়ে সরকারের পক্ষ থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী সঠিকভাবে পৌছে দিয়েছেন। জেদ্দাসহ পশ্চিমাঞ্চলের কমিনিউটি কাছে ছিলেন প্রিয় ব্যক্তিত্ব। কনস্যুলেটে কর্মকালীন সময় সকল সেবা প্রত্যাশীদের সহযোগিতা করার চেষ্টা করেছেন। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তিনি ঐ সময় তার পরিবারসহ করোনায় আক্রান্ত হন।

নতুন নতুন শ্রম বাজার খোলা সন্ধানের বিষয়েও সিরাজের অবদান আছে সৌদি আরবে অবস্থিত বেশ কিছু সুনামধন্য কোম্পানিতে ‍তিনি পরিদর্শনের মাধ্যমে সেখানকার অধিক সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে তিনি অসামান্য অবদান রেখেছেন। বিভিন্ন কোম্পানিতে অনেক বাংলাদেশি কর্মী নিয়োজিত রয়েছেন সেসব জায়গায়ও তিনি নিয়মিত ভিজিটের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের খোঁজ খবর রাখতেন।

বাংলাদেশ জেদ্দা কনস্যুলেটে কর্মরত সকল স্তরের সহকর্মীরা তাঁর বিদায় অনুষ্ঠানে তাদের নিজ নিজ অনুভুতি প্রকাশ করেছেন। প্রত্যেকটি সহকর্মী তাঁর বিদায়ে তাদের হ্রদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে বক্তব্য পেশ করেছেন।
কনস্যুলেটে কর্মকালীন সময় সকল সেবা প্রত্যাশীদের তিনি তার সবটুকু দিয়েই সহযোগিতা করার চেষ্টা করেছেন।

বিদায় অনুষ্ঠানে জেদ্দা কনসাল জেনারেল মোঃ নাজমুল হক ক্রেস্ট দিয়ে  সিরাজুল ইসলাম কে সম্মানিত করেন।

তিনি বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে তাঁর স্বপদে যোগদান করবেন।