ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরে ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় (৩২) বছর বয়সি এক অজ্ঞাত ব্যাক্তি মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬জুন) রাত সাড়ে ১০টারদিকে দিনাজপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের ফুলবাড়ী উপজেলার বারোকোনা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যাক্তির নাম পরিচয় মেলেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার সময় দিনাজপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের ফুলবাড়ী উপজেলার বারোকোনা নামক স্থানে ফাকা জায়গায়
সড়কের উপর বিদ্ধস্ত থেতলানো অবস্থায় একটি মরদেটি দেখতে পেয়ে এক পথচারী ৯৯৯এ ফোন করে থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানায়,মনে হয় রাস্তার পার হওয়ার সময় কোনো গাড়ী তাকে চাপা দিয়ে পালিয়েছে। থেতলে যাওয়া মরদেহটি সড়কের উপর পড়েছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা উদ্ধার করে নিয়ে যায়। তার নাম পরিচয় কেউ বলতে পারছেনা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিদের সহোযোগিতায় মরদেহটি উদ্ধার করে, ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাত মর্গে প্রেরন করা হয়েছে। পিবিআই এর একটি টিম পরিচয় সনাক্তের চেষ্টা করছে। ধারনা করা হচ্ছে তিনি একজন মানষিক ভারসাম্যহিন হতে পারে।