ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পত্নীতলায় সোনালী ব্যাংকের নবনির্মিত এটিএম বুথের উদ্বোধন।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 11, 2023 - 10:15 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার
মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধি – পত্নীতলায় সোনালী ব্যাংক পিএলসি নওগাঁর নবনির্মিত এটিএম বুথের উদ্বোধন রবিবার উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
“চতুর্থ শিল্প বিপ্লবের দার পান্তে বাংলাদেশ, ডিজিটাল ও স্মাট ব্যাংকিং সেবা দিতে গ্রাহকের দ্বারে সোনালী ব্যাংক এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক সেবা পিএলসির জেনারেল ম্যানেজার মীর হাসান মোহাঃ জাহিদ এর সভাপতিত্বে এবং  সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ অলিউজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে নবনির্মিত এটিএম বুথের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন ডিজিএম শাহাদাত হোসেন, প্রিন্সিপাল অফিসার তুহিন তৌহিদ, এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার পিএসটু চেয়ারম্যান আল মামুন, এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস রাজশাহীর আহসান রেজা, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নওগাঁর বাসার আহমেদ, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, নওগাঁ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমিনুল হক, সোনালী ব্যাংক পত্নীতলা শাখার ব্যবস্থাপক স্বপন হোসেন, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সূধীজন প্রমুখ।