নিয়ামতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) শনিবার ১০ জুন নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ খেলার উদ্বোধন করেন।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাদিরা বেগম, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামসুল হক প্রমুখ।
উদ্বোধনী খেলায় ভাবিচা ইউনিয়ন দল বনাম চন্দননগর ইউনিয়ন দলের খেলা অনুষ্ঠিত হয়। বেলা ১০টায় খেলা হয় রসুলপুর ইউনিয়ন বনাম নিয়ামতপুর সদর ইউনিয়ন। বেলা ৫টায় প্রথম সেমিফাইল খেলা হয়।
১১ জুন রবিবার সকাল ৮টায় পাড়ইল ইউনিয়ন বনাম শ্রীমন্তপুর ইউনিয়ন, সকাল ১০টায় হাজিনগর ইউনিয়ন বনাম বাহাদুরপুর ইউনিয়ন। ২য় সেমিফাইনাল খেলা বেলা ৫টায় সকাল ৮টার বিজয়ী দল বনাম সকাল ১০টার বিজয়ী দল। ১৩ জুন মঙ্গলবার বিকেল ৫টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।