কেরানীগঞ্জে মহাসড়কের পাশ থেকে নারীর লাশ উদ্ধার
কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি:ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা-রোহিতপুর সড়কে সালমা বেগম (৩৩) এক নারীর লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গত রবিবার দিবাগত রাত ১১ টায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বোরকা পরিহিত ওই নারীর লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা শনিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা অজ্ঞাত নারীকে শ্বাসরোধ করে হত্যা করে। এর আগে নারীটিকে দুর্বৃত্তরা ধর্ষণ করতে পারে বলে ধারনা করছে পুলিশ ।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক সজিব জানায়, তিনি অটোরিকশা নিয়ে রামেরকান্দা থেকে কোনাখোলা রাস্তার পাশের ঝোপঝাড়ে তিনি কালো বোরকা পরহিত একটি লাশ দেখতে পান। সে তাৎক্ষণিক জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির জানান, ঘটনা শোনামাত্রই কেরানীগঞ্জ মডেল থানার ওসিসহ আমরা ঘটনাস্থলে পৌছে লাশটি পর্যবেক্ষণ করেছি। লাশের আলামত দেখে মনে হয়েছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে রেখেছে তা জানা যায়নি। ব্যপারটি গুরুত্বসহকারে দেখছি।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন অর রশীদ জানান, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পিবিআইয়ের মাধ্যমে আজ সোমবার বিকেল ৩ টায় তার নাম ঠিকানা জানতে পারি। মৃতার নাম সালমা বেগম। পিতার নাম আবাদুল খালেক শেখ, মাতা দোলেনা বেগম। তার গ্রামের বাড়ি বি কে মেইন রোড খুলনা সিটি, সদর খুলনা বলে জানা যায়। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।