ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ৬:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে ওয়ার্ডে ইউপি সদস্য পদে শান্তিপূর্ণভাবে  অনুষ্ঠিত হয়েছে ভোট  

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 12, 2023 - 4:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 213 বার
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর হাজিনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে অনুষ্ঠিত হয়েছে ভোট কেন্দ্র পরিদর্শন করেন  অতিরিক্ত পুলিশ সুপার (সদর)এহ্সানুর রহমান ভূইয়া,সহকারী কমিশনার ভূমি  লিজা আক্তার বিথী,নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ,
ভোটকেন্দ্র পরিদর্শন করেন।ভোটগ্রহণ শেষে  বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার,  ভোটে জয়ী হয়েছেন বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে সাকিম আলী। সোমবার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়। ২ হাজার ৭ শ ৯১ জন ভোটারের মধ্যে প্রাপ্ত ভোটের সংখ্যা ১৮৬১। তার মধ্যে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে সাকিম আলী ১ হাজার ৩৯ ভোট পেয়ে জয়ী হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভ্যানগাড়ি প্রতীক নিয়ে পান ৮শ ২২ ভোট।
প্রিজাইডিং অফিসার শহিদুল আলম বলেন, সকাল থেকে সুষ্ঠু পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট প্রদান করেছেন। ভোটে কোন প্রকার বিশৃঙ্খলা হয়নি। এতে ভোটারদের উপস্হিতি ছিল চোখে পড়ার মতো।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান বলেন, সদস্য পদে নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসতে পারে সেজন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটাররা সন্তুষ্ট।
উল্লেখ্য, হাজিনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিনহাজুল ইসলাম গত ২৭ মার্চ মৃত্যু বরণ করেন।