ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পেয়ে খুশী উপজেলাবাসী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 13, 2023 - 10:42 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 102 বার

ষ্টাফ রিপোর্টারঃঅনেক জল্পনা-কল্পনার মধ্য অবশেষে ইউএনও এবং এসিল্যান্ডের নিয়মিত অভিযানে অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন পেয়ে হাসি ফুটেছে উপজেলাবাসীর মাঝে। একটি অবাধ,নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে শুরু থেকেই জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের দিক-নির্দেশনায় মাঠে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিজাবে রহমত ও সহকারী কমিশনার ভূমি ফাহমিদা সুলতানার নেতৃত্বে উপজেলা প্রশাসন।

সোমবার (১২ ই জুন ) ময়মনসিংহ জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের কড়া নিরাপত্তায় শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণে অনুষ্ঠিত হয়েছে তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন।

নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মিজাবে রহমত এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ফাহমিদা সুলতানা সহ জেলা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। তাদের সাথে সহযোগীতা করছেন পুলিশ,র্য্যাব আনসার,ভিডিপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।অভিযানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের আচরণ বিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন শাস্তি ও সতর্কতা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট( ইউএনও) মিজাবে রহমত জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন এলাকায় নির্বাচনের শুরু থেকেই আচরণ বিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয় । এসময় আচরণ বিধি ভঙ্গের দায়ে প্রার্থী সহ সমর্থকদের মামলা,জরিমানা ও বিভিন্ন শাস্তি প্রদান করা হয়।

একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদেরকে মাননীয় জেলা প্রশাসক মহোদয় ও নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন।
আচরণ বিধি প্রতিপালনে প্রার্থী ও সমর্থকদের সতর্ক করতে নিয়মিত অভিযান চালানো হয়। ১২ই জুন সকলের সহযোগীতায় একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারায় তিনি উপজেলার সর্বস্তরের ভোটার,প্রার্থী, সমর্থক ও সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অপরদিকে কোন প্রকার সহিংসতা আর নিরবচ্ছিন্ন কোন অনাপত্তিকর ঘটনা ছাড়া তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান উপজেলার সর্বস্তরের জনতা।