ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৫০ অপরাহ্ন

সুনামগঞ্জ চার উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 13, 2023 - 12:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

মুরাদ মিয়া,সুনামগঞ্জ:সুনামগঞ্জের হাওড়পাড়ে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতি স্মরণে” এবার (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলায়) বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সুনামগঞ্জ -১ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন’র উদ্যোগে ও সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সকল উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান,স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় চার উপজেলায় পৃথক-পৃথক ভাবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তবে, আগামী শুক্রবার (১৬ জুন ২০২৩) জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়নের কুকড়াপশী খেলার মাঠে উদ্বোধনী ম্যাচ শুরু হবে।

সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন।

এতে সভাপতিত্ব করবেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি রেজাউল করিম শামীম। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আওয়ামী লীগ নেতা অমল কান্তি কর।

টুর্নামেন্ট পরিচালনাকারী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগ নেতা হাজী আব্দুর রাজ্জাক মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.নবী হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ্ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: মোবারক আলী তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: আব্দুর রকিব সহ্ চার উপজেলায় ৩১ জন নেতৃস্থানীয় ব্যক্তিগন।

টুর্নামেন্টে জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার মোট ২৩ টি ইউনিয়ন অংশ গ্রহণ করবে। প্রত্যেক উপজেলার চ্যাম্পিয়ান বনাম চাম্পিয়ান খেলা শেষ, সেমি ফাইনাল ও সর্ব শেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

১৬ জুন শুক্রবার জামালগঞ্জে উদ্ভোধনী ম্যাচের পর, ১৭ জুন শনিবার তাহেরপুর উপজেলার আনোয়ারপুর খেলার মাঠে, ১৮ই জুন রবিবার ধর্মপাশা উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ও ১৯ জুন সোমবার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের আয়োজক সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে ও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে” আমাদের এই আয়োজন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতিকে ধরে রাখতে মাদক মুক্ত সুন্দর সমাজ গড়ার লক্ষে, এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্ট কে সফল করতে যার যার অবস্থান থেকে সকলের সহযোগিতা চেয়ে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।