ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধুনট কেচো খুড়তে সাপ মাদকের পরিবর্তে অস্ত্র 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 14, 2023 - 5:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

ধুনট (বগুড়া) প্রতিনিধি ঃবগুড়ার ধুনটে গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্র, বার্মিজ চাকু ও সামুরাইসহ আকাশ খান ওরফে ফারুক প্রামানিক (২৮) নামের এক যুবক কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার বসতবাড়ির শয়ন ঘরের মধ্যে হতে ৩টি এসএস পাইপ, ১টি বার্মিজ চাকু, ১টি সামুরাই ও ৩ টি চায়নিজ কুড়াল সদৃশ্য দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় ১৪ জুন বুধবার অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশ। যার মামলা নং ০৯। আকাশ খান ওরফে ফারুক প্রামানিক উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামের আমির হোসেন মাষ্টারের ছেলে।

থানা সুত্রে জানা যায়, ১৪ জুন ভোর রাতে অনুমান ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আকাশ খান ওরফে ফারুক প্রামানিকের বাড়িতে অভিযান চালায়। এসময় বসতবাড়ির শয়ন ঘরের খাটের এবং তোষকের নীচ হইতে ৩টি এসএস পাইপ, ১টি বার্মিজ চাকু, ১টি সামুরাই ও ৩ টি চায়নিজ কুড়াল সদৃশ্য দেশীয় আস্ত জব্দসহ তাকে গ্রেফতার করে থানা থানায় নিয়ে আসে। পরে ১৮৭৮ সালের অস্ত্র আইনের আওতায় মামলা দায়ের করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, দেশীয় অস্ত্রসহ আকাশ খান ওরফে ফারুক নামের একজনকে গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকায় বিভিন্ন নাশকতা বা সহিংসতা সৃষ্টির কাজে এসব দেশীয় অস্ত্র ব্যবহার করতো। এলাকায় রাজনৈতিক সহিংসতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানান ওসি।