ধুনট আন্তঃজেলা গরুচোর চক্রের সদস্য আটক তিনটি গরু উদ্ধার
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃবগুড়া জেলার ধুনটে তিনটি চোরাই গরু সহ আব্দুল খালেক নামের এক আন্তঃজেলা গরুচোর চক্রের সদস্যকে আটক করেছে ধুনট থানা পুলিশ। আব্দুল খালেক উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়িরভিটা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, আবুল খালেক আন্তঃজেলা গরুচোর চক্রের সদস্য। বুধবার রাতে আব্দুল খালেক তার সহযোগীকে নিয়ে রাঙ্গামাটি গ্রামের হযরত আলী জুয়েল নামের এক কৃষকের গোলায়ঘর থেকে তিনটি গরু চুরি করে। সহযোগী তসলিম উদ্দিন নন্দিগ্রাম উপজেলার বীরপলি গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। চোরাই গরু গুলো নিয়ে পালিয়ে যাওয়ার পথে নান্দিয়ার পাড়া বাসষ্ট্যান্ড এলাকায় তিনটি গরু সহ আব্দুল খালেককে আটক করে স্থানীয় জনগন। এসময় তার সহযোগী তসলিম উদ্দিন পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ চোরাই গরু সহ আব্দুল খালেককে আটক করে।
এবিষয়ে গরুর মালিক হযরত আলীর বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছে।