হাতীবান্ধায় ঝড়োবাতাসে ঘরবাড়ি লন্ডভন্ড
লালমনিরহাট প্রতিনিধি ঃ লালমনিরহাটের হাতীবান্ধার উপজেলার উপর দিয়ে প্রচন্ড বেগে ঝড় বয়ে যায়। এতে লন্ডভন্ড হয়েছে কয়েকটি গ্রাম। বাতাসের বেগ বেশি হওয়ায় উড়ে গেছে ঘরবাড়ি। এতে ক্ষতি হয় প্রায় শতাধিক ঘরবাড়ি ও ভেঙ্গে গেছে কয়েক’শ বিভিন্ন প্রজাতির পাছপালা। এছাড়াও ঝড়ো বাতাসে আম, লিচু, ভুট্টাসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ঝড়ের কারণে ওইসব এলাকায় বৈদ্যুতিক সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার দিবাগত মধ্যে রাতে প্রচন্ড বেগে ঝড় শুরু হলে আধা পাকা বাড়ি গাছ পালা সহ বৈদ্যুতিক খুটি ভেঙ্গে যায়। এতে করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম ভোগান্তিতে রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর খোঁজ খবর নেওয়া হচ্ছে, তালিকা তৈরি করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।