বালাগঞ্জে সাড়ে ৩শ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান
হেলাল আহমদ বালাগঞ্জ (সিলেট) থেকে : রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক-৩২৮২’র জোনাল সেক্রেটারি, বিশিষ্ট সমাজকর্মী সাহিদুল হক সোহেলের অর্থায়নে বালাগঞ্জে সাড়ে ৩শ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
পাশাপাশি ৫০জন জটিল রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের কলুমা গ্রামে বিএনপির কেন্দ্রীয় নেতা প্রয়াত এমএ হক’র বাড়িতে গত শনিবার (১৭ জুন) দিনব্যাপী এ চক্ষুচিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন রোটারিয়ান সাহিদুল হক সোহেল এবং সমাজকর্মী ডা. জিয়াউল হক রাহেল।
চক্ষু চিকিৎসা ক্যাম্প চলাকালে কার্যক্রম পরিদর্শন করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা গোলাম রব্বানী, রোটারী ক্লাব অব সিলেট সানশাইনের প্রেসিডেণ্ট ইলেক্ট ফারুক আহমদ, রোটারিয়ান হাসিব আহমদ,
রোটারিয়ান আব্দুন নূর, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, প্রবীণ মুরুব্বি ফয়জুর রহমান উনু, মাওলানা মঈনউদ্দিন, সমাজকর্মী মো. চুনু মিয়া, তোফায়েল আহমদ সুহেল, হাফিজ আব্দুল হাদি, দিলদার মিয়া, মিজানুর রহমান মির্জা, আব্দুল কাদির, সাইফুল আহমদ সেফুল, জিয়াউর রহমান, সালমান আহমদ, ফুজায়েল খান সাজু, নোমান আহমদ লস্কর, আক্তার আহমদ, আব্দুল ওয়াদুদ, জবলু মিয়া, সাকিব আহমদ, এমদাদুল হক, সাব্বির আহমদ, নিজাম উদ্দিন, হুসাইন আহমদ, সানি আহমদ, নূরুল আমিন, মোহাম্মদ শুয়াইব প্রমূখ।
কুলাউড়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় ক্যাম্প চলাকালে স্থানীয় বিভিন্ন গ্রামের সাড়ে ৩শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র, ঔষধ প্রদান করা হয়। এছাড়া জটিল ৫০জন রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।