ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়, প্রশাসন নিরব!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 20, 2023 - 9:41 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে সকল নিয়ম নীতি উপেক্ষা করে নওগাঁর নিয়ামতপুরে পশুর হাটে ইজারাদারদের দৌরাত্ম্য বেড়েছে।

¯স্থানীয়রা জানায়, পশুর হাটকে কেন্দ্র করে নওগাঁয় গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এই সিন্ডিকেট জেলার বড় বড় হাট ইজারা নিয়ে নেয়। তারা সরকারী দলের বিভিন্ন পদের পরিচয় দিয়ে চলেন। এরপর একই কায়দায় নির্ধারিত টোলের চেয়ে সবখানেই বেশি টাকা আদায় করেন। বিশেষ করে দুই ঈদের সময় টোলের পরিমাণ দ্বিগুণ থেকে তিনগুণ বাড়িয়ে আদায় করা হয়।

অতিরিক্ত হারে টোল আদায় চললেও যেন দেখার কেউ নেই। এ ব্যাপারে প্রশাসনের রহস্যজনক নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ¯’ানীয় সচেতন মহলে। তারা এ অনিয়ম বন্ধের জন্য কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ ও ভ্রাম্যমান আদালতের অভিযান কামনা করেন। গত সোমবার ছাতড়া হাটে প্রতিটি গরুর জন্য ৫’শ টাকার ¯’লে ৮শ টাকা এবং প্রতিটি ছাগল ভেড়ার জন্য ১শ ৫০ টাকার ¯’লে ৪শ ৭০ টাকা করে টোল আদায় করা হয়েছে। যা সরকার নির্ধারিত টোলের চেয়ে প্রতিটি গরু ৩শ টাকা এবং প্রতিটি ছাগল ভেড়া ৩শ ২০ টাকা বেশি।

প্রতি হাটে গরু, ছাগল ক্রয় করে খাজনা’র (টোল) টাকা দিতে গিয়ে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নাভিশ্বাস উঠছে। ছাতড়া হাটের ইজারদারের প্রতিনিধি বলেন, আমি সরকারী নির্ধারিত খাজনায় আদায় করছি। তবে ঈদের কারণে একটি বেশী আদায় করা হচেছ। কারণ হাটটি অনেক টাকায় ইজারা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ বলেন, আমি গত সোমবারই জানতে পেরেছি। অতিরিক্ত খাজনা আদায় বন্ধের প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহন করছি। নওগাঁ জেলা প্রশাসক খালেদ মেহেদী হাসান পিএএ বলেন, বিষয়টি নজরে এসেছে। ব্যব¯’া নি”িছ।