ময়মনসিংহে পুলিশের কড়া নিরাপত্তায় রথযাত্রা উৎসব পালন করেছে সনাতন ধর্মাবলম্বীরা
ষ্টাফ রিপোর্টারঃসনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব মঙ্গলবার ব্যাপক উৎসাহ উদ্বীপনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এর দিক নির্দেশনা মোতাবেক থানার আওতাধীন ১নং ফাড়ির ইনচার্জ দেবাশীষ সাহা’র নেতৃত্ব ফাড়ি পুলিশের সার্বিক সহযোগীতায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৮ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালিত হচ্ছে। আগামী ২৭ জুন বিকেল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়।
জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। শুভ রথযাত্রা উপলক্ষে বাংলাদেশের ময়মনসিংহের কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ৮ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠান মালায় রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শোভাযাত্রা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন হয়।
এছাড়াও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করণে ঈদ কে সামনে রেখে ১ফাড়ির এড়িয়াধীন এলকায় চুরি ছিনতাই মাদক নির্মুলে সব সময় দিন রাত পরিশ্রম করে যাচ্ছে।