ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 21, 2023 - 1:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে জাকস ফাউন্ডেশন কৈশোর কর্মসূচির উদ্যোগে পিকেএসএফ এর সহযোগিতায় ‘কৈশোর কর্মসূচি উপজেলা দিবস’ উপলক্ষে মাদক বিরোধী জনসচেতনতামূলক সাইকেল র‌্যালী ও পুুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন বেলা ১ টায় জাহানপুর সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইকেল র‌্যালী উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী।
র‌্যালী শেষে কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা এবং উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শিশুদের উদ্দেশ্যে ভবিষ্যতের জীবন গড়তে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী। আরও বক্তব্য প্রদান করেন জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, জাকস ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম,
পত্নীতলা অঞ্চলের এআরএম আব্দুল ওয়াফি,ধলাহার অঞ্চলের এআরএম আমিরুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম অফিসার মারজানুল ইসলাম, ধামইরহাট ব্রাঞ্চের এসবিএম শরিফুল ইসলাম প্রমূখ। জাকস ফাউন্ডেশসের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম জানান, জাকস ফাউন্ডেশনের আওতায় কিশোর ক্লাব, প্রবীণ হিতৈষী বিভিন্ন সেবামূলক কাজ চলমান আছে।