ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ত্রিশালে পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশী ভুক্তভোগীরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 21, 2023 - 5:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 80 বার

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে অসহায় দরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ কর্মসুচীর চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আওয়ামীলীলীগ নেতা তিনবারের নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।

বুধবার (২১ শে জুন)সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পৌরসভা কার্যালয়ে পৌর এলাকার চার হাজারের অধিক গরীব অসহায়দের ভিজিএফ বিতরন করেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-১ রাশিদুল হাসান বিপ্লব, বিভিন্ন ওর্য়াড কাউন্সিলরসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এসময় মেয়র আনিছ বলেন-বর্তমান সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের আমলে কেউ না খেয়ে নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গরীব ও অসহায়দের পাশে আছে আর আগামীতেও থাকবো।

ভুক্তভোগীরা অনেকে ঈদের আগে ঈদ উপহার হিসাবে ১০কেজি চাউল পেয়ে খুশীতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে আর সেজন্য বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা,প্রতিবন্ধি ভাতাসহ ভিজিজি ও ভিজিএফসহ নানা কর্মসুচী অব্যাহত রেখেছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ। তিনি বলেন-আমরা প্রতিবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ’র চাউল সমাজের গরীব অসহায়দেরকে খোঁজে বের করে তুলে দিচ্ছি।আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।