ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ওমানে সড়ক দুর্ঘটনায় রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 22, 2023 - 11:49 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

রাঙ্গুনিয়া চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত শনিবার বাংলাদেশ সময় সকাল ১২টার দিকে ওমানের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে। পরে তিন দিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার (২১ জুন) দিবাগত রাতে তার মৃত্যু হয়।

নিহত প্রবাসীর নাম মো. জাহেদুল ইসলাম (৩০)। তিনি উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমির হোসেন মুন্সী বাড়ী এলাকার জেবল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে তার চাচা ডাক্তার রফিকুল ইসলাম বলেন, নিহত জাহেদুল ইসলাম ওমানে দীর্ঘদিন ধরে কাজ করতেন। শনিবার কাজ শেষে করে বাসায় ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের লাশ দেশে আনার জন্য প্রক্রিয়া চলছে বলে জানান ডাক্তার রফিকুল ইসলাম।

এদিকে নিহতের পরিবার জানান, জাহেদুল ইসলাম পরিবারে ৩ বোনের একমাত্র ভাই ছিলেন। তার স্ত্রী ও এক মেয়ে, দুই সন্তান রয়েছে। তিনি দীর্ঘ তিন মাস ছুটি কাটিয়ে ওমানে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।