অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ : অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন এর সঞ্চালনায় , আলোচনা সভায় বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সবচেয়ে পুরাতন এই অরাজনৈতিক সংগঠনটির বর্তমান কার্যকরী কমিটির
নেতৃবৃন্দকে কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে সক্রিয়
অংশগ্রহণ করায় ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ফারাহ দিবা। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ অস্ট্রিয়ান কালচারাল একাডেমির শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় রক ব্যান্ড আর্ক ব্যান্ডের সঙ্গীত পরিবেশনা। আর্ক ব্যান্ডের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন হাসান ও তার দল। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আর্ক ব্যান্ডের প্রতিষ্ঠার পর এটাই ছিল তাদের প্রথম
অস্ট্রিয়া সফর। সুরের মুর্ছনায় মাতিয়ে তুললেন আর্কের হাসান । সে সময় অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশীরা মেতে উঠেন আনন্দে।