ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৫:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় “Ask Your Police” কর্মশালা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 16, 2023 - 10:58 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 48 বার

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:রাজশাহীর বাঘায় “Ask Your Police ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুলাই) বিকেলে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ এ জেলা পুলিশের আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ এর সহোযোগিতায় মানব কল্যাণ পরিষদ(এমকেপি) কর্তৃক পিস প্রকল্পের আওতায় ‘Ask Your Police’ এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশ্ন উত্তর অনুষ্ঠানে বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি মো: খায়রুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন (বার)।

ইমু হ্যাকার, মাদক সহ নাগরিকদের কার্যকর ভাবে সচেতনতা বৃদ্ধি করা, পুলিশ ও কমিউনিটির মধ্যে তথ্য বিনিময় এবং নানাবিধ প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহনের মাধ্যমে উগ্রবাদ বিরোধী প্রচেষ্ঠা চালিয়ে যাওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাসহ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের আরো শক্তিশালী করার লক্ষে আয়োজিত কর্মশালায় অংশ গ্রহন করেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড পুলিশিং ফোরামের নারী ও পুরুষ সদস্যবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

কর্মশালায় অংশগ্রহনকারীগন তাদের এলাকায় সমস্যা সম্মুখীন হন এমন বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়- ইমু, মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন এগুলো একধরনের সামাজিক ব্যাধি এগুলো সামাজে প্রতিনিয়ত ঘটতে থাকে একজন সচেতন ব্যক্তি হিসেবে এগুলো প্রতিরোধ করতে গেলে ব্যক্তিগত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এক্ষেত্রে থানা থেকে কি ধরনের সহায়তা পাওয়া যাবে, যুব সমাজকে জঙ্গিবাদ থেকে দূরে রাখতে থানার কি উদ্যোগে রয়েছে, এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের করনীয় কি, দীর্ঘ দিন আগে স্বামী মারা গেছে এক কণ্যা সন্তান রেখে কিন্তু স্বামীর বাড়ি থেকে সম্পত্তির ভাগ পাচ্ছে না এটার জন্য কিভাবে আইনী প্রক্রিয়ায় যাওয়া যায়।

প্রধান অতিথির বক্তব্যে এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) বলেন, তবে শুধু পুলিশের উপর নির্ভর করলে হবেনা আমাদের যার যার জায়গা থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পুলিশকে সহায়তা করার জন্য যে কমিউনিটি পুলিশিং ফোরাম গঠন করা হয়েছে তাদেরকেও একটি সুষ্ঠু ও সুন্দর সামাজ গঠনে সার্বিক ভাবে পুলিশকে সহায়তা করতে হবে ।

তিনি আরো বলেন, ‘Ask your Police’ প্রোগ্রামটি বাস্তবায়নের মধ্যে দিয়ে পুলিশ এবং জনগনের মধ্যে দূরত্ব কমে আসবে, নাগরিকদের মধ্যে পুলিশি ভীতি দুর হবে, পরস্পরের মধ্যে আস্থা ও বিশ্বাস বাড়বে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরী হবে এবং কমিউনিটি পুলিশিং এর মূল উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়ন করতে সহায়তা করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, এএসপি জাহিদ হাসান, এএসপি শামীম,সার্কেল এএসপি প্রণব কুমার প্রমুখ।