ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চলমান রাজনৈতিক সংকটের সমাধান একমাত্র মানবতার রাজনীতি – আল্লামা ইমাম হায়াত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 23, 2024 - 6:44 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

বিশেষ প্রতিনিধিঃ চলমান রাজনৈতিক সংকটে সমাধান সম্পর্কে আজ সোমবার ২৩শে ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক সংকটের কারণ ও মুক্তির পথ তুলে ধরে বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

রাজনৈতিক সংকটকে জীবনের সংকট উল্লেখ করে সংবাদ সম্মেলনে আল্লামা ইমাম হায়াত বলেন, চলমান রাজনৈতিক সংকট শুধু রাজনীতির পদ্ধতিগত উপরিকাঠামোর সাধারণ সংকট নয়, রাষ্ট্র ও জীবনের গভীর সংকট। তিনি বলেন, চলমান রাজনৈতিক সংকট রাষ্ট্র ও জনজীবনের সকল ক্ষেত্রে মারাত্মক ধ্বংসাত্মক সংকটে পরিণত হয়েছে। তিনি বলেন, চলমান রাজনৈতিক সংকট জীবন-রাষ্ট্র-ধর্ম-সমাজ-সাম্প্রদায়িক সম্প্রীতি-জননিরাপত্তা এবং গণতন্ত্র ও অর্থনীতির সবকিছুকেই বিপন্ন করে তুলেছে।

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাকৃতিক শক্তির পর রাজনীতির মাধ্যমেই জীবন ও দুনিয়ার সবকিছু পরিচালিত হয় বিধায় রাজনৈতিক সংকট জীবন-ধর্ম-সমাজ-রাষ্ট্র ও অর্থনীতির মূল সংকট। তিনি বলেন, রাজনীতি সংকটাপন্ন হলে রাষ্ট্র সংকটাপন্ন হয় এবং রাষ্ট্র সংকটাপন্ন হলে জীবনের সব দিক সংকটে নিপতিত হয়।

জীবনের উপর সুরাজনীতি ও কুরাজনীতির প্রভাব উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, রাজনীতির সাথে জীবন ও দুনিয়ার সবকিছু অবিচ্ছেদ্য জড়িত বিধায় রাজনীতির প্রকৃতি ও দর্শনের উপর রাষ্ট্রের প্রকৃতি এবং মানবজীবনের শুভ-অশুভ, কল্যাণ-অকল্যাণ, ভালো-মন্দ, স্বাধীনতা-রুদ্ধতা, সুরক্ষা-ধ্বংস, সামাজিক-অর্থনৈতিক সুব্যবস্থা-দুরবস্থা, ধর্ম-অধর্ম সবকিছুই নির্ভর করে।

আল্লামা ইমাম হায়াত বলেন, রাজনীতি সব মানুষের জীবন ভিত্তিক মানবতা ভিত্তিক হলে সমগ্র সমাজব্যবস্থা-রাষ্ট্রব্যবস্থা-বিশ্বব্যবস্থা-সুন্দর-শান্তিময়-নিরাপদ-মানবাধিকার ভিত্তিক হবে, আর রাজনীতি জীবনবিরুদ্ধ ও মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠীবাদি সম্প্রদায়িক স্বৈরতান্ত্রিক হলে সমাজ-রাষ্ট্র-বিশ্বব্যবস্থা মানবতাবিধ্বংসী ভয়ংকর দানবীয় হয়ে যায় এবং রাষ্ট্র খুন-গুম-রাষ্ট্রীয়সন্ত্রাস-অবিচার-নিপীড়ন-শোষন-রুদ্ধতা-পাশবতা-স্বৈরদস্যুতার হাতিয়ার হয়ে যায়।

চলমান গোষ্ঠীবাদি রাজনীতির প্রকৃতি ব্যাখ্যা করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, চলমান দুনিয়ার চলমান সকল রাজনীতি ই একক ধর্মের নামে ধর্মের শিক্ষার বিপরীত একক গোষ্ঠীবাদি রাজনীতি ও জীবন সত্যের বিপরীত বস্তুবাদি জাতিবাদি চেতনাভিত্তিক একক গোষ্ঠীবাদি রাজনীতি। তিনি বলেন, একক গোষ্ঠীবাদি সকল রাজনীতি ই মানবতাবিরুদ্ধ স্বৈররাজনীতি যার মাধ্যমে সব মানুষের জীবন ও অধিকার অস্বীকার ও উৎখাত হয়ে একক গোষ্ঠীবাদি স্বৈররাষ্ট্র কায়েম হয়।

একক গোষ্ঠীবাদি রাজনীতির কুফল ব্যাখ্যা করে আল্লামা ইমাম হায়াত বলেন, মানুষ মানবতার শত্রু অমানুষ হওয়া এবং মানব জীবনের সকল সংকট ও দুর্দশা, সকল বিভেদ-বৈষম্য-বিদ্বেষ-শোষণ-দারিদ্রতা-বঞ্চনা এবং সকল রাষ্ট্রীয়সন্ত্রাস-উৎখাত-ধ্বংসযজ্ঞ-বাস্তুচ্যুতি-যুদ্ধবিগ্রহ-গণহত্যার মূলে আছে একক ধর্মের নামে ও একক বস্তুবাদি জাতীয়তাবাদ ভিত্তিক একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র যতদিন একক ধর্মের নামে সাম্প্রদায়িক গোষ্ঠীবাদি রাজনীতি ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি স্বৈররাজনীতির নিয়ন্ত্রণ ও জবরদখলে থাকবে ততদিন জীবনের সত্য ও স্বাধীনতা, প্রকৃত ধর্মের শান্তিময় প্রেমময় দিশা, গণতন্ত্র-মানবাধিকার রুদ্ধ থাকবে এবং জীবন-স্বাধীনতা-প্রকৃত ধর্ম ও মানবাধিকার কখন ই মুক্ত হবে না।

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, একক ধর্মবাদি ও একক জাতিবাদি সকল একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি একক গোষ্ঠীর স্বার্থভিত্তিক পাশবিক স্বৈরাষ্ট্র কায়েম করে রাষ্ট্রক্ষমতার বলে অন্য সব মানুষের জীবন-ধর্ম-বিশ্বাস-আদর্শ-অধিকার-স্বাধীনতা-নিরাপত্তা-মর্যাদা-জীবিকা হরণ করে রাষ্ট্রকে কারাগার কসাইখানায় পরিণত করে এবং জীবন-ধর্ম ও মানবতার বধ্যভূমিতে পরিণত করে।

আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান রাসুল সব মানুষকে নিজের জীবনের উপর নিজের যে মালিকানা-সব মানুষকে বাঁচার যে অধিকার-জীবনের যে স্বাধীনতা-নিজ নিজ বিশ্বাস ও মত পথ আদর্শ নিয়ে আতঙ্কমুক্ত ভাবে চলার যে অধিকার-রুটি রুজি সম্পদ জীবিকার উপর যে অধিকার দান করেছেন তার সবকিছু উৎখাত ও হরণ হয়ে যায় একক ধর্মবাদি ও একক জাতিবাদি স্বৈরাজনীতির মাধ্যমে।

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, জীবন-ধর্ম-সমাজ-রাষ্ট্র-মানবাধিকারের সব সংকটের মুলে আছে একক ধর্মবাদি ও একক জাতিবাদি একক গোষ্ঠীর স্বৈররাজনীতি এবং স্বৈররাজনীতির সকল সংকট থেকে জীবনের সকল ক্ষেত্রে মুক্তির একমাত্র উপায় মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতি।

মানবতার রাজনীতির ব্যাখ্যা করে আল্লামা ইমাম হায়াত বলেন, ধর্ম-জাতি-বিশ্বাস-আদর্শ-মতপথ নির্বিশেষে সব মানুষের প্রতিটি মানুষের প্রতিনিধিত্বশীল রাজনীতিই মানবতার রাজনীতি। মানবতার রাজনীতিকে গোষ্ঠীবাদি রাজনীতির গোষ্টিবাদি চরিত্রের বিপরীত উল্লেখ করে তিনি বলেন, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষায় গোষ্ঠীবাদি স্বৈরতা থেকে রাষ্ট্র, ধর্ম ও জীবনের স্বাধীনতার একমাত্র রাজনীতি সর্বজনীন মানবতার রাজনীতি। একমাত্র মানবতার রাজনীতিই মানবিক সাম্যের ভিত্তিতে সব মানুষের সমান অধিকার ভিত্তিক রাজনীতি উল্লেখ করে তিনি বলেন, মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্র ছাড়া সব মানুষের অধিকার-স্বাধীনতা-নিরাপত্তা-মর্যাদা অসম্ভব বরং উৎখাত ও হরণ হয়ে যায়। মানবতার রাজনীতির বিপরীত কোন রাজনীতিই রাষ্ট্রের মালিক হিসেবে জনগণ সবাইকে স্বীকার করে না এবং একমাত্র মানবতার রাজনীতিই জনগণ সবাই প্রতিটি মানুষকে রাষ্ট্র ও সমাজের সমান মালিক হিসাবে স্বীকার ও প্রতিষ্ঠিত করে।

বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের ইতিহাস বিশ্লেষণ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, ১৯৪৭ সাল থেকে এপর্যন্ত জনগণ জীবনের স্বাধীনতা ও গণতন্ত্র এবং নিরাপদ শান্তিময় মানবিক রাষ্ট্রের লক্ষ্যে অনেক ত্যাগের বিনিময়ে একের পর এক কঠিন আন্দোলন সংগ্রাম করে আসলেও একক গোষ্ঠীবাদি অপরাজনীতি ও ভূল নেতৃত্বের বিশ্বাসঘাতকতার ফলে জীবন ও রাষ্ট্রের কলঙ্কিত মুক্তি আসে নাই বরং এক আধাঁর থেকে আরেক আধাঁরে নিমজ্জিত হয়েছে।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকট মারাত্মক ও ব্যাপক আকার ধারণ করে জীবন রাষ্ট্র ধর্ম ও গণতন্ত্রকে ধ্বংসাত্মক পরিস্থিতির মধ্যে ফেলেছে উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতা বিধ্বংসী বিষাক্ত বস্তুবাদি জাতীয়তাবাদি স্বৈর রাজনীতির পাশাপাশি ধর্মের নামে অধর্ম উগ্রবাদি সাম্প্রদায়িক জঙ্গীবাদি হিংস্র স্বৈররাজনীতির উত্থান জীবন-ধর্ম ও রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন করে তুলেছে। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয় উপমহাদেশ এবং সারা দুনিয়ায় বিভিন্ন ধর্মের নামে ধর্মের বিপরীত অধর্ম উগ্রবাদি সাম্প্রদায়িক জঙ্গীবাদি রাজনীতি প্রকৃত ধর্ম ও মানবতা এবং গণতন্ত্র ও জীবনের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

ধর্মের নামে উগ্রবাদি জঙ্গীবাদি রাজনীতিকে ধর্মের শত্রু ও প্রকৃত ধর্ম ধ্বংসাত্মক উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষের ধর্মের প্রতি আবেগ অনুভূতিকে পূঁজি করে দেশ বিদেশের জঙ্গিবাদি অপশক্তি এদেশে রাষ্ট্র জবরদখল করে ইসলামের শান্তিময় প্রেমময় মানবিক গণতান্ত্রিক আসল ধারা উৎখাত করে ইসলামের ছদ্মনামে তাদের খুন জুলুম ভিত্তিক ও জীবনের অধিকার স্বাধীনতা হরণককরী স্বৈরদস্যুতান্ত্রিক-পাশবিক-হিংস্র-জঙ্গিবাদি রাষ্ট্র কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি দাবী করেন, বর্তমান ক্ষমতাসীন চক্র জঙ্গিবাদি অপশক্তিকে রাষ্ট্রীয় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা করে দ্বীন ও দেশের ভবিষ্যৎ সংকটাপন্ন করে তুলছে।

আল্লামা ইমাম হায়াত ধর্মের নামে অধর্ম উগ্রবাদি অপশক্তির স্বৈররাজনীতির ধ্বংসাত্মক গ্রাস ও বস্তুবাদি জাতিবাদি পাশবিক স্বৈররাজনীতির ধ্বংসাত্মক গ্রাস থেকে জীবন-ধর্ম-দেশ-রাষ্ট্র-গণতন্ত্র ও জীবনের নিরাপত্তা স্বাধীনতা রক্ষায় মানবতার রাজনীতির ভিত্তিতে দেশকে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত ও অসাম্প্রদায়িক সর্বজনিন মানবতার রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে সব ধর্মের মানবিক মূল্যবোধে বিশ্বাসী সব মানুষকে মানবতার রাজনীতির একমাত্র সংগঠন ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান। তিনি জোর দিয়ে বলেন, জঙ্গিবাদি অপশক্তির গ্রাস থেকে সবার জীবন এবং ধর্ম ও রাষ্ট্র রক্ষায় মানবতার রাজনীতি কোনো বিকল্প নাই। তিনি বলেন, মানবতার রাজনীতির ভিত্তিতে মানবিক শক্তির ঐক্যবদ্ধ না হওয়ার অনিবার্য পরিণতি হবে দেশ-রাষ্ট্র-জীবন-ধর্ম জঙ্গিবাদের জবরদখলে তুলে দিয়ে অস্তিত্ব বিলীন করে জঙ্গীবাদের গ্রাসে আত্মসমর্পন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব শেখ রায়হান রাহবার, কেন্দ্রীয় নেতা আরেফ সারতাজ, ইলিয়াস শাহ, শেখ নঈমুদ্দীন, রেজাউল কাওসার, জনাবা সাবীনা সায়াদাত সাফা এবং চট্টগ্রাম জেলা সভাপতি এমদাদুল হক সায়ীফ।