ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে রেমিটেন্সের টাকা জালিয়াতি করে উত্তোলন চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 16, 2023 - 11:04 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 26 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি :কেরানীগঞ্জে নকল রেমিটেন্স পেমেন্ট স্লিপ এর মাধ্যমে অভিনব কায়দায় ব্যাংক থেকে রেমিটেন্সের টাকা জালিয়াতি করে উত্তোলনকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রটি পাঁচটি ব্যাংক ব্যাংকের ১১ টি শাখা থেকে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যাংক কর্মকর্তাদের বোকা বানিয়ে উত্তোলন করেছে।

আজ রোববার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্যটি জানান। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান,গত ৩ মে সকাল ১১ টা থেকে ১২ টার মধ্যে অজ্ঞাতনামা ৭/৮ জন দক্ষিণ কেরানীগঞ্জের সোশ্যাল ইসলামী ব্যাংক হাসনাবাদ শাখায় প্রবেশ করে রেমিটেন্স প্রদান কারী অফিসারের হুবহু স্বাক্ষর ও সিল নকল করে ২টি রেমিট্যান্স কাউন্টার থেকে ৫ টি জাল রেমিটেন্স প্রদান কারী স্লিপের মাধ্যমে ব্যাঙ্ক কর্মকা তাদের বোকা বানিয়ে প্রায় ৬ লক্ষ টাকা উত্তোলন করে পালিয়ে যায়।

পরবর্তীতে ব্যাংকের হিসেবে গড়মিল দেখা দিলে ব্যাংক কর্মকর্তারা সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পান যে ২জন বোরকা পরা মহিলা ও মুখে মাস্ক পরা ৩জন পুরুষ ৫ টি জাল রেমিটেন্স পেমেন্ট স্লিপের মাধ্যমে রেমিটেন্স প্রদান কারী কাউন্টার থেকে উল্লেখিত টাকা উত্তোলন করে নিয়ে যায় । এ সময় তাদের সহায়তা করার জন্য ব্যাংকের বাহিরে আরো ৪/৫পাঁচজন অজ্ঞাতনামা লোক ঘোরাফেরা করতে থাকে। এই ঘটনায় গত ১২ জুন প্রসাদ ইসলামিক ব্যাংক দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এই মামলার ভিত্তিতে সিসিটিভি ফুটেজ ফুটেজ সংগ্রহ করে সেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে এই প্রতারক চক্রকে সনাক্ত করা হয়। পরে গাজীপুর, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা অকপটে এই প্রতারণা করে ব্যাংক থেকে টাকা টাকা উত্তোলনের কথা স্বীকার করেছে। তাদের দলে আরো ১৫/২০জন সক্রিয় সদস্য রয়েছে। বাকিদের কেউ গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। তাদের কাছ থেকে কিছু টাকা উদ্ধার করা হয়েছে। মোঃ আলমগীর হোসেনকেরানীগঞ্জ -ঢাকা ১৬-০৭-২০২৩