ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ২:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ায় মামলা-জরিমানা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 17, 2023 - 9:55 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ার অপরাধে ভবন মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) গৃহীত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (১৭জুলাই) দুপুরে মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ন দাস শুভ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানে নগরীর গুলকিবাড়ি এলাকার দুইটি বহুতল ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকদের ২ মামলায় ১০ হাজার করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা
শেখ মহাবুল হোসেন রাজীব প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়-ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ক্রাশ প্রোগ্রাম চলমান রয়েছে।এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি ও পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণের পাশাপাশি স্কুল ভিত্তিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অভিযানকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।