ইতালিতে ভেনিস বাংলা স্কুল পরিদর্শনে চিত্র শিল্পী আর এ কাজল
জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ : ইতালির সুনামধন্য বাংলা শিক্ষা প্রতিষ্ঠান ভেনিস বাংলা স্কুল পরিদর্শন করেন স্বনামধন্য চিত্রশিল্পী আর এ কাজল। আর এ কাজল ১৯৯৪ সালে সুইডেনের রাস্তায় চিত্রকর্ম একে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নিজের নামটি জায়গা করে নেন একজন বাংলাদেশী হয়ে। সংক্ষিপ্ত সফরে তিনি ইতালি ঘুরতে এসে ১৮ বছর যাবৎ সম্পুর্ন ব্যাক্তিগত উদ্যােগে পরিচালিত বাংলা শিক্ষা প্রতিষ্ঠান ভেনিস বাংলা স্কুল পরিদর্শন করে কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে কথা বলেন । সে সময় আর এ কাজল কে বিদ্যালয় কতৃপক্ষ ও শিক্ষিকারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান । সে সময় উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার, সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী, শহিদুল ইসলাম সুজন, শিক্ষিকা সুরাইয়া আক্তার, মেহেরুন নেছা মলি, শিক্ষার্থীদের অভিভাবক সহ অনেকে। সে সময় আর এ কাজল শিক্ষার্থীদের সাথে বাংলা ভাষা ও চিত্রকর্ম নিয়ে কথা বলেন এবং চিত্রকর্মের মাধ্যমে সকলের মাঝে বাংলাদেশকে তুলে ধরার আহবান জানান।