তাহিরপুরে বাজার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মুরাদ মিয়া, সুনামগঞ্জ : তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে বাজার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১জুলাই শুক্রবার বিকাল ৩টার দিকে শ্রীপুর বাজার আওয়ামীলীগ অফিস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাজার কমিটির সভাপতি মোঃ ইমানুর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সামনুর আখঞ্জীর সঞ্চালনায় সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী হায়দার।
ব্যবসায়ী,মোশাহিদ আলী,ব্যবসায়ী,রফিকুল ইসলাম, আলম, মতিপাল, দুলাল পাল,মন্তপাল, রানা পাল,নাসির উদ্দিন, সুজন নূর, উজ্জ্বল,দিলীপ পাল, মানিক পাল,শাকিল আহমেদ,পল্লী চিকিৎসক,মেজ্জামান,সুরেন্দ্র দাস,আজহার, তপন পাল, সুরঞ্জিত পাল,সুসান্ত পাল, ফরহাদ,ফায়সাল,রতন মিয়া, জাকির মিয়া,রিকন পাল, প্রদীপ ভ্রমন, প্রমুখ।
এসময় প্রধান উপদেষ্টার বক্তব্য চেয়ারম্যান আলী হায়দার বলেন,বাজারের চায়ের দোকানে থাকা আগুন চুলা প্রত্যেক দোকানদাররা রাতে নিভিয়ে বাড়িতে যেতে হবে।
সভায় বাজারের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও পরামর্শ গ্রহন করা হয়।
এসময় শ্রীপুর বাজার কমিটির সভাপতি মোঃ ইমানুর মিয়া বলেন।
গেল ১৯ জুলাই বুধবার রাতে কারেন্ট আগুনে পুড়ে যাদের ঘর চাই হয়েছে।আমি শুনে অত্যন্ত দুঃখিত ও মর্মাহত হয়েছি। তিনি আরও বলেন আর যারা জীবনের মায়া ত্যাগ করে দাবানল আগুনে পানি ও বালিয়ে দিয়ে নিভাতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।
তাদের প্রতি আমার ভালোবাসা আজীবন থাকবে ইনশাআল্লাহ। আর বাজারের প্রতিটা ব্যবসায়ী যেন বাড়িতে যাওয়ার সময়,মিটার মেইন সুইচ বন্ধ করে বাড়িতে যান। তাহলে কারেন্ট আগুনের মৃত্যু থেকে নিশ্চিত বেঁচে থাকার চেষ্টা করা হবে।