ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মানবিক সংগঠন দূর্মর বাংলাদেশ এর ৬ষ্ট বর্ষপূর্তি উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 22, 2023 - 4:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

প্রেস বিজ্ঞপ্তিঃ আত্নত্যাগ, সেবাব্রত ও সৃষ্টিশীল কর্ম হোক – মোদের প্রত্যয়। এই স্লোগানে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে ২০১৭ সাল হতে বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসতেছে দূর্মর বাংলাদেশ। বিভিন্ন ঘাত প্রতিঘাত, এক পা দু পা করে মানবে সেবায় এগিয়ে যাচ্ছে “দূর্মর বাংলাদেশ “। নগরীর চট্টগ্রাম পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ, অডিটোরিয়ামে “৬ষ্ঠ বর্ষপূর্তি-২৩ ” উদযাপন করা হয়।

আওয়াল খান শাহীনের সঞ্চালনায় এস এম আনিসুল ইসলাম এর সভাপতিও্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, কলামিস্ট ও রাজনীতিবিদ ড: মাসুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার,আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, লেখক ও সাংবাদিক কাজী হুমায়ূন কবির,খুলশী থানার এস আই সঞ্জয়, হাফেজ মাও : আলমগীর রেজা, ইসমত আরা বেগম। প্রধান অতিথি তার বক্তব্য দূর্মর বাংলাদেশ এর বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন।

যুব সমাজকে সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান করেন। বক্তরা সংগঠনের বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। সভাপতি মহোদয় বিগত এক বছরের সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।বর্ষপূর্তিতে আরও উপস্থিত ছিলেন হাবিব উল্লাহ, শওকত আলী, আসাদুজ্জামান সাকিব, বারেক, আবু রায়হান, মাহফুজুল ইসলাম ফাহাদ, জুয়েল, আরমান হোসেন, ইমন প্রমুখ।