নিষিদ্ধ জেএমবির পলাতক এক আসামীকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র্যাব
রুবাইত হাসান, স্টাফ করেসপন্ডেন্ট : নওগাঁর সাপাহার থেকে জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি’র শীর্ষ নেতা এবং এর দাওয়াতি বিভাগের সদস্য আরিফ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার দুপুরে সাপাহার থানাধীন এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে টানা দুই দিনের রুদ্ধশ্বাস অভিযানে র্যাব-৫ ও র্যাব-২ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সম্ভব হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,
২০১৭ সালের ২২ জুলাই আরিফসহ জেএমবি সদস্যরা ঢাকার মোহাম্মাদপুর এলাকায় নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালায়। বাহিনীর উপস্থিতি টের পেয়ে আরিফ পালিয়ে গেলেও জেএমবি সদস্য সোহাইব শেখ ও রফিকুল ইসলাম রফিককে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন, ধারালো চাপাতি এবং উগ্রবাদী বইসহ গ্রেপ্তার করা হয়।গ্রেফতার কৃতদের তথ্যের ভিত্তিতে আরিফকে গ্রেপ্তার করা হয়। পরে আরিফ জামিনে বের হন।
এরপর থেকে আরিফ গ্রেপ্তার এড়াতে অবস্থান পরিবর্তন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ চৌকশ আভিযানিক দল বুধবার দুপুরে অভিযানে সফল হয়।
সাপাহার থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, আরিফ হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।