ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ৭:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৭

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 28, 2023 - 4:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 25 বার
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, চোলাইমদসহ বিভিন্ন মামলার ৭জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।
আটককৃত আসামিরা হলেন, কোঁচড়া দক্ষিণপাড়া গ্রামের হৃদয় রানা (২২), মেহের বক্স (৪৫), নজরুল ইসলাম (৫৫), ময়েজ উদ্দিন (৪০), আবদুল মালেক (৩৫), মিঠুন (৩০) ও আনোয়ার হোসেন (৪০)।
এদের মধ্যে দেশীয় অস্ত্রসহ হৃদয় রানা, চার লিটার চোলাইমদসহ মেহের বক্স,নাশকতা মামলায় নজরুল ইসলাম এবং পরোয়ানাভূক্ত আসামি আবদুল মালেক ও মিঠুনকে আটক করে পুলিশ।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সাত আসামিকে আটক করে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।#