ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৫৩ অপরাহ্ন

জামাত-শিবির ঝটিকা মিছিল ১১ জন গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 30, 2023 - 12:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 91 বার

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি :ঢাকার দক্ষিণ কেরাণীঞ্জের চুনকুটিয়া মাঠেরকোণা এলাকায় জামাত-শিবির ঝটিকা মিছিল করেছে। এঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে। অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজ দুপুর ১২টায় দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া মাঠেরকোণা এলাকায় জামাত শিবির বিভিন্ন সড়কের অলিগলি থেকে বের হয়ে হঠাৎ মেইন সড়কে ওঠে ঝটিকা মিছিল করেন।

জানা যায়, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে দেড় থেকে দু’শতাধিক লোক উপস্থিত হয়ে ঝটিকা মিছিল করেন। মিছিলটি কয়েক মিনিটের মধ্য শেষ করে চলে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।