প্রচ্ছদ » » মান্দায় সপ্তাহের ব্যবধানে ২টি গরু চুরি
মান্দায় সপ্তাহের ব্যবধানে ২টি গরু চুরি
একটি বকনা ও একটি বাছুর গরু তুলে চাটাইয়ের দরজা বন্ধ করে দেওয়া হয়। এর পর রাতের খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। রাতের কোন এক সময় গোয়ালঘর থেকে বকনা গরুটি চুরি করে নিয়ে যায় চোরেরা। এসময় গাভীটি ছুটে পালিয়ে যায়।’ রিয়াজ উদ্দিন মটু আরও বলেন, ছুটে যাওয়া গাভীটি প্রতিবেশি নজির উদ্দিন বাড়িতে গিয়ে ছুটাছুটির সময় তিনি টের পেয়ে ডাকাডাকি শুরু করেন। এসময় গরু চুরির বিষয়টি জানাজানি হয়। উল্লেখ্য, গত ১৪ জুলাই রাতে উপজেলার বড়বেলালদহ গ্রামের তোতা মন্ডলের বাড়ি থেকে একটি গাভী ও একই রাতে চকরামাকান্ত গ্রামের কৃষক হাছেন আলীর বাড়ি থেকে একটি বাছুর গরু চুরি যায়। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।#