ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে আওয়ামী লীগের শোক দিবস উদযাপন!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 4, 2023 - 6:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

সোহানুল হক পারভেজ, রাজশাহী : রাজশাহীর তানোরের বিভিন্ন এলাকায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস-২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।

জানা গেছে, ৩ আগস্ট বৃহস্পতিবার তানোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কালীগঞ্জহাট চত্ত্বরে শোকর‍্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল বাসার সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইট, তানোর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিবলন, আতিক হোসেন ও রাব্বি আল আমিনপ্রমূখ। অন্যদিকে একইদিন সরনজাই ইউপির কাচারি পাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জাতীয় শোকদিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবুল বাসার সুজন। একইদিন তালন্দ ইউপির লালপুর বাজারে ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জাতীয় শোকদিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবুল বাসার সুজন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইটপ্রমুখ।

অন্যদিকে একই দিন কলমা ইউপির বিল্লী বাজারে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোকদিবস উপলক্ষে শোকর‍্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। কলমা ইউপি আওয়ামী লীগ (পশ্চিম) সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন আমিন, সম্পাদক মোহাম্মদ হোসেন মন্টু, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও প্রভাষক মুন্সেফ আলীপ্রমুখ।