তাহিরপুর সীমান্তে কয়লা আনতে গিয়ে ১ কিশোর শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জ:মুরাদ মিয়া:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতীয় সীমান্তের পাশে মেঘালয়ের লাকমা ছড়া দিয়ে চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাথরচাপা পড়ে এক বাংলাদেশি কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। স্হানীয় সূত্রে জানাযায় শনিবার (৫ আগস্ট) দুপুরে কয়লার বস্তা নিয়ে আসার সময় পাহাড়ে পাথরচাপায় কয়লার গর্তে পড়ে তার মৃত্যু হয়।
নিহত আক্তার হোসেন (১৭) তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লাকমা গ্রামের আব্দুন নূরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিদিনের ন্যায় আজও তাহিরপুর উপজেলার সীমান্তের লাকমা ছড়া দিয়ে চোরাইপথে কয়লা আনতে যায় আক্তার হোসেন। এক পর্যায়ে দুপুরে দিকে বস্তাভর্তী কয়লা বাংলাদেশে নিয়ে আসার সময় পাহাড়ে পাথরচাপায় কয়লার গর্তে পড়ে তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান। আমিও শুনেছি একজনের মৃত্যু হয়েছে।ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি।