ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৩৪ অপরাহ্ন

জয়পুরহাটে জাকের পার্টিতে যোগদান সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 5, 2023 - 11:50 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 144 বার

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃজয়পুরহাটের কালাই উপজেলায় জাকের পার্টির যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় জিন্দারপুর ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে,প্রধান অতিথি ছিলেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক আবু শরীফ।বিশেষ অতিথি ছিলেন,যুব উলামা ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সভাপতি মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী,
বগুড়া জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মিজানুর রহমান মিজান,

জেলার সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার আলম ফিরোজ জেলা সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,
কালাই উপজেলার সিনিয়র সহ-সভাপতি আফতাব হোসেনসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা জাকের পার্টির নীতি আদর্শের কথা তুলে ধরেন, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা হযরত খাজা মোস্তফা এর ফয়সাল মোজাদ্দেদী এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল মোজাদ্দেদী বাংলাদেশকে একটি কল্যাণ সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার লক্ষ্যে সারা বাংলাদেশ সৎ যোগ্য নেতৃত্বের জন্য বাংলার আপামর জনসাধারণকে জাকের পাটির পতাকা তলে ঐকবদ্ধ হওয়ার জন্য মেসেজ পাঠিয়েছেন তা উপস্থিত জনতার সামনে উপস্থাপন করে।

বক্তাদের আলোচনায় জাকের পার্টির নীতি আদর্শ এবং অন্যান্য দলের পর্যালোচনা করে উপস্থিত জনতা জাকের পার্টিতে যোগদানের জন্য হাত তুলে ওয়াদা বদ্ধ হন।