মুক্তাগাছায় ৪০ লিটার চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রায়হান আহমেদ, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সার্বিক দিক নির্দেশনা মোতাবেক মুক্তাগাছা থানা এলাকায় ইং ০৪/০৮/২০২৩ তারিখ অভিযান পরিচালনা করিয়া মুক্তাগাছা থানাধীন কুড়িপাড়া সাকিনে ধৃত আসামীর বসত ঘর হইতে ৪০লিটার চোলাই মদ মাদক ব্যবসায়ী শ্রী মিলন রবিদাস(২৯), পিতা- মৃত- শুকড় ওরফে দুদুবল রবিদাস, মাতা- কসুলী রানী রবিদাস সাং- কুড়িপাড়া, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ গ্রেফতার করা হয়। আসামীর বসত ঘরের চৌকির নিচ হইতে ০৪টি সাদা প্লাষ্টিকের কন্টেইনারে সর্বমোট ৪০লিটার চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করিয়া থানায় নিয়ে আসায় হয়। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া ইং ০৪/০৮/২৩ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।