শরীয়তপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে অসহায়দের মাঝে প্রায় চেক বিতরণ
শরীয়তপুর:বাংলাদেশের প্রত্যন্ত এলাকার সমাজের অবহেলিত, দরিদ্র/অসহায়, দুস্থ মানুষের মানবতার সেবায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম এর ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয়ের বিশেষ পরামর্শ ও দিকনির্দেশনায় আজ শরীয়তপুর জেলা কমান্ড্যান্ট, কার্যালয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শরীয়তপুর এর সার্বিক তত্ত্বাবধানে ২৬ জন দরিদ্র অসহায় মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, মোঃ মইনুল ইসলাম, পিএএম, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শরীয়তপুর।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ মইনুল ইসলাম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ একটি সু-শৃঙ্খলা বাহিনী। সারাদেশে রয়েছে এ বাহিনীর প্রায় ৬১ লক্ষ আনসার-ভিডিপি সদস্য। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় দরিদ্র জনসমাজের বেকার যুবকদের উঠিয়ে এনে তাদের স্বাবলম্বী ও কর্মক্ষম জনসম্পদে তৈরী করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে। সমাজের দরিদ্র অসহায় জনগণকে যাতে করে, কেউ না খেয়ে থাকে সে জন্য বিভিন্ন ভাবে আর্থিক সাহায্য ও অনুদান প্রদান করে আসছে। এই সকল লক্ষ্যকে সামনে রেখে দরিদ্র সদস্যদের জীবনের মান উন্নয়নের জন্য গৃহীত বহুমূখী কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তপুর জেলার গৃহহীন ০৮ টি পরিবারকে গৃহ নির্মাণ বাবদ প্রতি পরিবারকে
৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, কৃষি কাজে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ৮ জন হত দরিদ্র সদস্যকে কৃষি কাজে উৎসাহ প্রদোনের নিমিত্তে বিভিন্ন প্রজেক্টের জন্য জনপ্রতি ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং আরো অন্যান্য অসহায় দরিদ্র সদস্যদেরকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান, হাঁস-মুরগী ও গবাদীপশু পালন করে স্বাবলম্বী হওয়ার জন্য অনুদান, মানসিক/শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) সন্তানদের চিকিৎসা জন্য অনুদানসহ সর্বমোট ২৬ (ছাব্বিশ) জন দুস্থ অসহায় ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে প্রায় ৩৬,০০,০০০/- (ছত্রিশ লক্ষ) টাকার চেক বিতরণ করা হয়। এসময় মইনুল ইসলাম আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কারীগর হিসেবে কাজ করার জন্য ভিডিপি সদস্যদেরকে দিকনির্দেশনা প্রদান করেন।
মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের স্মার্টভাবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং বেকার সমস্যা সমাধানের পদক্ষেপ হিসেবে আগামী দিনেও এর ধারাবাহিকতা চলমান থাকবে। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ এম এ কাইউম পাইক, প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদ, শরীয়তপুর। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সার্কেল অ্যাডজুট্যান্ট, আঃ মান্নান মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আবদুর রহিম মিয়া, তাহমিনা আক্তার এবং বকুল আক্তার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।