ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৪:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 6, 2023 - 6:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

ভোলা প্রতিনিধি : “গাছ লাগিয়ে যত করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ পতিপাদ্য নিয়ে ভোলায় ৭ দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।ভোলা জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করে।

এই মেলা উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেথেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপকূলীয় বন বিভাগ ভোলা এর বিভাগীয় বন কর্মকর্তা এস,এম. কায়চার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলার নবাগত জেলা প্রশাসক আরিফুজ্জামান।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মো. আলমগীর হুসাইন,অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, জেলা তথ্য অফিসার নুরুল আমিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো: মনিরুজ্জামান। অনুষ্ঠানের সঞ্চলনা করেন তালহা তালুকদার বাধঁন।সভায় সরকারি কর্মকর্তা সহ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

এ মেলায় ২৪ স্টল অংশ নেয়।জেলার বিভিন্ন স্থান থেকে আসা নার্সারি মালিকরা বিভিন্ন ধরনের বনজ, ফলদ, ঔষধি ও ফুলের গাছ নিয়ে স্টলগুলোতে আসছেন। এই মেলা শেষ হবে আগামী ১২ আগস্ট।