ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালির ভেনিসে দোহার বাসীর আয়জনে ঈদ পুনর্মিলনী ও গ্রিল পার্টি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, August 7, 2023 - 8:12 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ :ইতালির ঐতিহ্যবাহী পর্যটন নগরী হিসেবে পরিচিত ভেনিসে প্রবাসী দোহার বাসীর আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও গ্রিল পার্টির আয়োজন করা হয় ।

মেস্ত্রে পার্কো পিরাগেত্ত তে অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রবাস জীবনের একগুয়েমি কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একত্রিত হন দোহার বাসি। ইতালির ভেনিসে প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশীরা গ্রিল পার্টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ সময় অনুষ্ঠান স্থলটি বাংলাদেশীদের একটি মিলন মেলায় পরিণত হয়।

ঈদ পুনর্মিলনীতে ছোট, বড় সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আরো উপস্থিত ছিল ভেনিসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।