ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 10, 2023 - 8:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 53 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা পারগানা বাইসি’র আয়োজনে গতকাল সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। কারিতাস বাংলাদেশ,

ওয়েভ ফাউন্ডেশন, মুন্ডা এসোসিয়েশনে ও ধামইরহাট আদিবাসী সমবায় সমিতির সহযোগিতায় উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরমের সভাপতিত্বে ও সম্পাদক কুরশি পাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাথাই টুডু। এ সময় বিশেষ অতিথি হিসেবে বেনীদুয়ার ক্যাথলিক চার্চ এর পালপুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়া, আদিবাসী বহুমূখী সমবায় সমিতির সভাপতি ইশ্বর মার্ডি,

সম্পাদক বিশ্বনাথ টুডু, আদিবাসী নেতা জিল্লু মার্ডি, নরেন হাসদা, কারিতাস প্রতিনিধি পুষ্পিতা মার্ডী, মুন্ডা এসোসিয়েশনের সভাপতি অমিত পাহান, সম্পাদন মিলন পাহান, মুন্ডা এসোসিয়েশনের নেতা পিন্টু পাহান, আদিবাসী নেতা সুধির এক্কা, আদিবাসী নেতা পাস্কায়েল হেমরম প্রমুখ। সবশেষে আদিবাসী কৃষ্টি-কালচার ভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তাগণ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ১৫ দফা দাবী বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।