উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এম পি র সাথে আমাসুফ শ্রীমঙ্গল কমিটির সৌজন্য সাক্ষাৎ
মোঃ ইমরান হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি : জাতিসংঘ এনজিও ব্রাঞ্চ তালিকাভূক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ( আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা নবগঠিত কমিটি অদ্য রোজ বুধবার সকাল ১০ ঘটিকায়, শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য জাতীয় সংসদের সাবেক সফল চিফহুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এম পি মহোদয়ের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি- মোঃ আবেদ আহমেদ, সাধারণ সম্পাদক শ্রী উত্তম রায়,সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক স্বজল রায়, যুব ও ক্রীড়া সম্পাদক শ্রী কানাই রবি দাশ, এসময় মাননীয় উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহিদ এম পি মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা দেন।