ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বঙ্গবন্ধুর হত্যাকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করে এ দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল -খাদ্যমন্ত্রী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 16, 2023 - 12:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর হত্যাকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করে এ দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। অথচ আজ পাকিস্তানই পঁাচ ভাগে বিভক্ত হতে চলছে। বঙ্গবন্ধুকে বন্দি করে পাকিস্তানীরা শুধু পাকিস্তান জিন্দাবাদ বলতে বলেছিল। তাদের সাথে আপোষ করতে বলেছিল। কিন্তু বঙ্গবন্ধু বলেছিল, আমি ফঁাসিতে ঝুলবো, তবুও বাঙ্গালী জাতির সাথে বেইমানী করবো না। জননেত্রী শেখ হাসিনা তারই সুযোগ্য কন্যা। তিনি আমাদেরকে মাথা উঁচু করে বঁাচতে শিখিয়েছে। তাই এখনই সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে শেখ হাসিনার এই উন্নয়নমূলক কর্মকান্ড ধরে রাখবেন কি রাখবেন না? আরো দেশে উন্নয়ন করবেন কি করবেন না? আমাদের যে সমস্ত উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাটের কাজ বঁাকী আছে, সেগুলো করবেন কি করবেন না? সেই সিদ্ধান্ত নিতে হবে সামনের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে। ১৬ আগষ্ট বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভ্যাটেরিনারী হাসাপাতাল কর্তৃক আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ভেড়া, ভেড়া রাখার ঘর ও ভেড়ার খাবার বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ইয়ামিন আলী। ভেটেরিনারী সার্জন ডাঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম, নওগঁা জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মাহবুবুল আরম, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর প্রমূখ।

এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণার উদ্বোধন, টেলি মেডিসিন কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্বে করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।