ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়ামতপুরে জামায়াতে সাবেক আমিরসহ আটক-২

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 16, 2023 - 12:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 183 বার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে নাশকতার মামলায় জামায়াতের সাবেক আমিরসহ দুই জনকে আটক করেছে নিয়ামতপুর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ী় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার পাড়ইল ইউনিয়নের সেফায়েতপুর গ্রামের নূর মোহাম্মদ মন্ডলের ছেলে ও উপজেলা জামায়াতের ইসলামের সাবেক আমীর মাইনুল ইসলাম মিনু (৪৫) ও উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর, রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর গ্রামের মোহাম্মদ আমিরুল ইসলামের ছেলে মোহাম্মদ নাসিমুজ্জামান (২৭)।

নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাদের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে আটক করা হয়। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।