ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার-১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 24, 2023 - 4:16 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

মোঃ নাসিম,স্টাফ রিপোর্টারঃচাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামস্থ মোঃ ইসরাফিল ইসলামের মুদি দোকানের সামনে হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ

সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫,এর রাজশাহীর একটি চৌকষ অপারেশন দল -২৩শে আগস্ট ২০২৩ -বুধবার রাত ০৯:০০ ঘটিকার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল-২টি ম্যাগাজিন-৩রাউন্ড গুলি(১কেজি-১২০গ্রাম বিস্ফোরকদ্রব্য গানপাউডার এবং নগদ-২০০০/- টাকা সহ একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন নওগাঁ জেলার মান্দা থানাধীন কুসুম্বা ইউনিয়নের মোঃ আফসার আলীর ছেলে ইব্রাহিম আলী।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে একটি ভ্যানে চালক হিসেবে বহন করে নিয়ে যাচ্ছে। এমন সময় ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারের পর আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত আলামত সংগ্রহ করে নিজ দায়িত্বে মান্দা ফেরি ঘাটে পৌঁছে দেয়ার কথা স্বীকার করে।

উপরোক্ত ঘটনায় নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে। র‌্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।