ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে শয়ন কক্ষে বিষধর সাপের কামড়ে যুবকের মৃত্যু!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 24, 2023 - 4:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোরে নিজ শয়ন কক্ষে ঘুমান্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। ওই যুবকের নাম মোহাম্মদ সাহাবুল ইসলাম (২৮)। তিনি উপজেলার পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে খাবার খেয়ে শয়ন কক্ষে নববধু নিয়ে ঘুমিয়ে পড়েন সাহবুল। গভীর রাতে ঘুমান্ত অবস্থায় তার পায়ে একটি বিষধর সাপ দংশন করে। এসময় তার চিৎকারে বাড়ি অন্য সদস্যরা জেগে উঠে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে নেবার পড়ে চিকিৎসার শুরু আগেই সাহবুল মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে রামেকের কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাহবুল মাত্র ৫ মাস আগে নতুন বিয়ে করেছেন। তার এমন করুণ মৃত্যুতে পরিবারের পাশাপাশি গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।