ডেমরা থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম আই ফারুক সাধারণ সম্পাদক মনোনিত
বিশেষ প্রতিনিধিঃরাজধানীর বৃহত্তর ডেমরার প্রথম সাংবাদিক সংগঠন ডেমরা থানা প্রেস ক্লাবের সাধারণ সভা প্রতিষ্ঠাতা সভাপতি এম আই ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সুজন এর সঞ্চালনায়, ২৬ আগস্ট শনিবার ডেমরার স্টাফ কোয়ার্টারে ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কোরআন তেলাওয়াত করেন জামিয়া রশীদিয়া সানারপাড় মাদ্রাসার ছাত্র মো. সালমান জায়েদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র অর্থ সচিব খন্দকার আলমগীর হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশ সংবাদ এর প্রধান সম্পাদক মো.শাখাওয়াত হোসেন মাসুদ, গ্লোবাল টিভির সাংবাদিক মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর সাংবাদিক
মো. জাহাঙ্গীর আলম হানিফ, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মো. মহসিন মিয়া যুবলীগ নেতা, আব্দস সাত্তার সমাজ সেবক, মো. মোস্তাফা কামাল ,
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে নজরুল ইসলাম বাবুকে এক বছরের জন্য ডেমরা থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। এসময় সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সুজনকে সহ-সভাপতি হিসেবে মনোনিত করা হয়। এবং আগামী বছর সেপ্টেম্বর ২০২৪এ পূর্ণ কমিটির নির্বাচন করার প্রস্তাব রাখা হয়।
এসময় প্রতিষ্ঠাতা সভাপতি এম আই ফারুক আহমেদ বলেন, বৃহত্তর ডেমরার প্রথম সাংবাদিক সংগঠন “ডেমরা থানা প্রেস ক্লাব” অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে ও অসহায়-নির্যাতিত-নীপিড়িত আল্লাহর সৃষ্টির কল্যাণে এই শ্লোগান নিয়ে ২০০৫ খ্রী: পেশাদার সাংবাদিকদের সমম্বয়ে প্রতিষ্ঠিত হয় “ডেমরা থানা প্রেস ক্লাব”।
তিনি বলেন, শত বাধা-বিপত্তি ও চড়াই-উতরাই পেরিয়ে আজ হাটি-হাটি, পা-পা করে সৌরভে গৌরবে সততায়, সফলতায়, ঐতিহ্যে “ডেমরা থানা প্রেস ক্লাব” ১৯ বছর পাড় করছে। তিনি আরো বলেন, আমরা এখন যোগ্য নেতৃত্বের হাতে ডেমরা থানা প্রেস ক্লাবের দায়িত্ব তুলে দিতে চাই। প্রধান অতিথি বলেন, সাংবাদিকদের কোনো বন্ধু নেই। তাই সবাই ঐক্য বদ্ধ ভাবে চলতে হবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, সাইনবোর্ড প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক এনামুল কবির লিটন, সাংবাদিক জেসাস তুহিন, মানবকন্ঠের মুকবুল হোসেন, বাংলাদেশ সমাচার সি : স্টাফ রিপোর্টার মুসফিকুর রহমান, শামীম আহমেদ, মো. রাসেল সিকদার, পারভেজ বিন হাসান শুভ, আব্দুর রব ফারুকী, মো. মান্নান, সিকদার বাবলু, টিপু সুলতান, মো. সোহেল আহমেদ, সালমান শুভ, জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম শান্ত, মো. নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম প্রমূখ।
সাধারণ সভা শেষে নতুন সাধারন সম্পাদককে ফুল দিয়ে বরণ করেন ক্লাবের সকল সদস্যবৃন্দ। সাধারণ সম্পাদককে বরণ শেষে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।