রাজাপুর কালী মন্দির ও মহাশ্মশান ঘাট এর পরিচালনা কমিটি গঠন
ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে সার্বজনীন শ্রী শ্রী দূর্গা, কালী মন্দির ও মহাশ্মশান ঘাট এর পরিচালনা কমিটির নতুন সভাপতি হলেন স্বপন কুমার সমাদ্দার, সাধারণ সম্পাদক হয়েছেন মিঠুন চক্রবর্তী এবং সাংগঠনিক সম্পাদক সুদেব মালাকার।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে জেলখানা রোডস্থ শহীদ নির্মল চন্দ্র দে, পিতা-নারায়ন চন্দ্র দে (কবিরাজ বাড়ি) মন্দির প্রাঙ্গণে হিমাংসু শেখর দাসের সভাপতিত্বে শ্রী শ্রী দূর্গা, কালী মন্দির ও মহাশ্মশান ঘাট এর পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সম্মতিক্রমে পূর্বের মেয়াদোত্তীর্ণ
কমিটি ভেঙে আগামী এক বছরের জন্য ৩১ সদস্য বিশিস্ট পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি রূহীদাস বিশ্বাস, বিপ্রদাস মাতব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন রায়, চঞ্চল তেওয়ারী, কোষাধ্যক্ষ- কার্তিক চন্দ্র মালাকার, সহ-কোষাধ্যক্ষ শিশির কুমার শীল, সহ- সাংগঠনিক সম্পাদক সনেট দাস, রিপন সমাদ্দার, আইন বিষয়ক সম্পাদক দেবাশীষ ঘরামী (দেবু), দপ্তর সম্পাদক তপন খা, প্রচার সম্পাদক তুষার হালদার, সাংস্কৃতিক
সম্পাদক শধাংসু হালদার মিস্ত্রী, ধর্মীয় প্রতিষ্ঠানের সংরক্ষণকারী, অমূল্য চন্দ্র হালদার, মহিলা বিষয়ক
সম্পাদীকা, নিলীমা রায় চৌধুরী, দীপালি রানী বিশ্বাস, পূজা সম্পাদক মিলন মিস্ত্রী, কার্যনির্বাহী
সদস্য অরুন কর্মকার, রাজিব কুমার বিশ্বাস, সুজন তেওয়ারী, সদস্য শুভাশীষ ডাকুয়া, অমল কাপালি,
সম্ভু ঘোষ, শ্যামল কাপালি, জয় দত্ত, মিঠুন মন্ডল, সোহাগ মাতবর, পলাশ শীল।